পাল্টে যাচ্ছে গুগল ড্রাইভ

২৯ মার্চ, ২০২০ ২৩:০৬  
কয়েকমাস আগে বেটা সংস্করণ প্রকাশের পর গুগল এখন তাদের ড্রাইভ শর্টকাট ফিচারটি সকলের জন্য উন্মুক্ত করা শুরু করেছে। সহজে ফাইল সাজানো এবং একাধিক ফোল্ডার থেকে নির্ধারিত ফাইলটি খুঁজে বের করার জন্য এই ফিচারটি এনেছে গুগল। খবর এনগ্যাজেট। ফিচারটি মাধ্যমে তাৎক্ষণিকভাবে শেয়ার্ড ড্রাইভে থাকা ফাইলের শর্টকাট তৈরি করা যাবে এবং টিমের সাথে সেই শর্টকাটটি শেয়ার করা যাবে। তাদের জন্য অ্যাক্সেস থাকে তাহলে এই শর্টকাট ধরেই তারা ফাইলটি দেখতে পাবে। আর যদি অ্যাক্সেস না থাকে তাহলে শুধুমাত্র শর্টকাটটি দেখতে পাবে। গুগল ড্রাইভের ফোল্ডার অবকাঠামো পরিবর্তনের আগেই প্রযুক্তি জায়ান্টটি এই ফিচারটি উন্মুক্ত করলো। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে সকল ফাইলই একটি লোকেশন থাকবে। ব্যবহারকারীরা একাধিক ফোল্ডারে ফাইল রাখতে পারবেন না। আর যেসব ফাইল আলাদা ফোল্ডারে আছে সেগুলোর শর্টকাট তৈরি হয়ে যাবে। গুগল তাদের ‘অ্যাড টু মাই ড্রাইভ’ বাটন ফাংশনটি বাদ দিয়ে দিচ্ছে, এর পরিবর্তে শর্টকাট টু ড্রাইভ বাটন যুক্ত করা হবে। ডিবিটেক/বিএমটি